গৃহিনী বা ওয়ার্কিং MOM-দের জন্য ফ্রিল্যান্সিং আসলে কেমন ?
#গৃহিনী বা ওয়ার্কিং MOM-দের জন্য ফ্রিল্যান্সিং আসলে কেমন ?

বর্তমান সময়ে সবচেয়ে গৃহিণী বা ওয়ার্কিং MOM-দের জন্য নিরাপদ হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করা।
ঘরের কাজ, বেইবির যত্ন, পরিবারের দেখাশোনার মত কঠিন কাজগুলো করে হাতে সময় থাকে খুবই কম। অনেকের ক্রিয়েটিভিটি থাকার পরও তা বিকশিত করতে পারেন না। আবার ভাল মানের প্রতিষ্ঠানে গিয়েও সম্ভব না প্রফেশনাল কোন কোর্স করা। অনলাইনে যেখানেই যা পাচ্ছেন বেসিক লেইভেলের। অল্প টাকায় হয়তো করছেন বা পাচ্ছেন। আসলে খুব একটা কাজে আসে না।
স্টেপ বাই স্টেপ শেখার পর প্রয়োজন স্ট্রং একটা সাপোর্ট। আবার ক্লাস টাইম, সাপোর্ট টাইমও প্রতিষ্ঠানের মত করে নিতে হয়।
#ফ্রিল্যান্সিং বলতে আসলে আপনি কি বুঝেন ??
#রাত জেগে কাজ করা ?
#হাজার হাজার ডলারের গল্প বা সাকসেস স্টোরি
#ডলার আর ডলার ??
#ঘরে বসে কাজ করে অনলাইনে আয় করা ??
#উপরে_সব_বাদ_দিয়ে নিচের #প্যারাগ্রাফটি পড়ুন;
আপনার #দক্ষতা অনুযায়ী এবং পছন্দ মত বা সুবিধামত সময়ের মধ্যে কোন কাজ করে দেয়া। যাতে কিছু #শর্ত থাকবে, যেমন – কাজ ডেলিভারি করার সময়, বিনিময় (অর্থ), কিভাবে পেইমেন্ট করা হবে। এক্ষেত্রে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে;
১. বায়ার/ ক্লাইন্ট
২. ফ্রিল্যান্সার
ফ্রিল্যান্সিং , ফ্রিল্যান্সার – শব্দ দুটির সাথে জড়িত একটি বিষয় আর তা হল #দক্ষতা। দক্ষতা ছাড়া কিছুই হবে না। নির্দিষ্ট কোন একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে বা থাকতে হবে।
তাহলে আউটসোর্সিং কি ??
১.বায়ার/ ক্লাইন্ট
২. আউটসোর্সার (fiverr , freelancer.com. Upwork, toptal etc.)
৩. ফ্রিল্যান্সার আর যখন এই দুইয়ের মাঝে ২. আউটসোর্সার বা কোন প্ল্যাটো ফর্ম থাকে ; যেখানে দুই পক্ষই সিকিউরড থাকে তাদের পেইমেন্ট/কাজ এর ব্যাপারে। এই ক্ষেত্রে ৩ টি পক্ষই সুবিধা ভোগ করে থাকে।
১.বায়ার/ ক্লাইন্ট – তার কাজ- ডিজাইন, মার্কেটিং, ওয়েব ডিজাইন ঠিক মত পাওয়া
২. আউটসোর্সার- কমিশন পাচ্ছে (fiverr , freelancer.com. Upwork, toptal etc.)
৩. ফ্রিল্যান্সার – অর্থ পাচ্ছে (যে কোন কারেন্সি হতে পারে)
আর এই পুরো প্রসেসটি হচ্ছে “আউটসোর্সিং”
আপনি চাচ্ছেন আপনার সুবিধামত সময়ে কোন একটি আইটি কোর্স করা জন্য। যা সহজেই শেখা যাবে আবার বেশ আনন্দদায়ক, বিরক্তি লাগে না, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন এমন কোন কিছু।
তাহলে করতে পারেন #Graphic_Design কোর্স।
গ্রাফিক ডিজাইন হলো একটি creative প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন Graphic Designer নানান রকম ভিজুয়াল এলিমেন্টস (লাইন, টেক্সট, অবজেক্টস, কালার, টেক্সচার ইত্যাদি) যথাযথ ভাবে ব্যবহার করে তার চিন্তা ও creativity প্রকাশ করার চেষ্টা করে থাকে মুলত গ্রাফিক ডিজাইনকে বলা হয় “আর্ট অব কমিউনিকেশন”।
লোকাল ও আন্তর্জাতিক মার্কেটে রয়েছে অনেক চাহিদা। আর এমন কোন সেক্টর নেই যেখানে গ্রাফিক ডিজাইন লাগে না।
আপনার সুবিধামত সময়ে আমাদের ইনস্টিটিউটে এসেও করতে পারেন আবার অনলাইনেও করতে পারেন। অনলাইনে আপনার সুবিধামত প্রতিদিন ক্লাস করতে পারবেন। পারবেন প্র্যাকটিজ, ওয়ার্ক প্রবলেম লাইভ সল্ভ করতে।
১. মাল্টিপল পার্সন ব্যাচ পদ্ধতি (MPB)
২. সিঙ্গেল পারসন ব্যাচ (SPB)
#অনলাইনে ভর্তি, কোর্স ফি ও আরো বিস্তারিত জানতে কল করুনঃ
01319344800, 01873009500 (হোয়াটস্এপ অফিসিয়াল)
ফেসবুকে চ্যাট করুন fb.com/technsys
অফলাইনে ভর্তির জন্য অফিসে চলে আসুন যে কোন দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।
আমাদের_ঠিকানাঃ
রহমান ম্যানসন – লিফটের ৫
বাড্ডা হোসেন মার্কেটের পাশে ( হল্যান্ড সেন্টারের বিপরীত পাশে প্রেসক্রিপশন পয়েন্ট বিল্ডিং), ঢাকা ১২১২
01319344800
technsystem.com